ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচকের বড় উত্থানে বাধা দিয়েছে ৬ কোম্পানি

২০২৫ মার্চ ২৭ ১৪:৩৯:১৯
শেয়ারবাজার: সূচকের বড় উত্থানে বাধা দিয়েছে ৬ কোম্পানি

ডুয়া ডেস্ক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৫ পয়েন্ট। আজ সূচকের বড় উত্থানের পথে বাধা হয়েছে ৬ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, খান ব্রাদার্স, আইপিডিসি ফাইন্যান্স এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। আজ কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে সূচক কমেছে ৬ দশমিক ৭৮ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক নামাতে চাওয়া কোম্পানির তালিকায় প্রথম স্থানে ছিল বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ২ টাকা ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ২ দশমিক ৮৯ পয়েন্ট।

এদিন সূচক নামানোর চেষ্টায় তালিকায় দ্বিতীয়স্থানে ছিল বিচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ১১ টাকা ৪০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১ দশমিক ১৩ পয়েন্ট।

একইভাবে আজ সূচক নামাতে চেয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ১ দশমিক ০২ পয়েন্ট, খান ব্রদার্স ০ দশমিক ৮৮ পয়েন্ট, আইপিডিসি ফাইন্যান্স ০ দশমিক ৪৪ পয়েন্ট এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ০ দশমিক ৪২ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে