ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে সূচকের উন্নতি, লেনদেনের খরা

২০২৫ মার্চ ২৭ ১৪:১৯:৩৮
শেয়ারবাজারে সূচকের উন্নতি, লেনদেনের খরা

ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে আজ সূচকের উন্নতি হলেও লেনদেনের পরিমাণে দেখা দিয়েছে খরা। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুইটি সূচক বাড়লেও একটি কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো সূচকের পতন হয়েছে। সিএসইতেও লেনদেনে বড় ধস দেখা গেছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে, আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচকের উথ্থান হয়েছে ৪ দশমিক ৯৫ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক বেড়েছিল ১৭ দশমিক ৩১ পয়েন্ট।

এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস শূন্য দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ দশমিক ১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৯১৪ দশমিক ৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৯ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৩০ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪১ দশমিক ৩৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৮ দশমিক ৬৬ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে