ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

প্রথমবর্ষে ভর্তির তারিখ ঘোষণা করলো শাবিপ্রবি

২০২৫ মার্চ ২৭ ১৩:২৭:২১
প্রথমবর্ষে ভর্তির তারিখ ঘোষণা করলো শাবিপ্রবি

ডুয়া ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী এপ্রিল থেকে নবীন শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এ সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির সময়সূচী ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ভর্তি পরীক্ষার ফলাফলে কিছু অসঙ্গতি ধরা পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। যদিও সংশোধিত ফলাফলে কোন পরিবর্তন আনা হয়নি তবে ডুপ্লিকেট রোল নাম্বারগুলো বাদ দেওয়া হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রকাশিত ফলাফলে কোনো সংশোধন করা হয়নি। এ-১ ইউনিটের ক্রম তালিকায় ১২০০০ শিক্ষার্থীর রোল ছাড়াও কিছু শিক্ষার্থীর রোল দুইবার ছিল। রিভাইসড তালিকায় শুধু ডুপ্লিকেট রোলগুলো বাদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৯ মার্চ এ ফলাফল প্রকাশিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে