ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদের ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা তৈরি প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

২০২৫ মার্চ ২৭ ১২:৫৮:০৭
ঈদের ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা তৈরি প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

ডুয়া ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এবারের ঈদ ঘিরে টানা ৯ দিনের লম্বা ছুটি থাকলেও এ কারণে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ঈদের টানা ৯ দিন ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোন স্থবিরতা তৈরি হবে না। এ সময় উপদেষ্টামণ্ডলীর বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবে।

কিন্তু, ঈদ উপলক্ষে অনেক সচিবই দেশের বাইরে যাচ্ছেন ছুটি কাটাতে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমূলক কাজে ব্যাঘাত ঘটবে কি না?

এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সচিবরা দেশের বাইরে গেলেও কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেওয়া যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে