ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

২০২৫ মার্চ ২৭ ১২:৩২:৪৪
কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

ডুয়া ডেস্ক : চলতি মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এক দফা তাপপ্রবাহের প্রবাহ ঘটেছে। গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। বুধবার, দেশের অন্তত সাত জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং আজও তা অব্যাহত। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা আরও দুই দিন থাকতে পারে।

এখন প্রশ্ন হলো, ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে? আজ ২৬ রমজান। যদি ২৯টি রোজা হয়, তাহলে ঈদ ৩১ মার্চে হবে। আর ৩০ রোজা হলে ঈদ হবে ১ এপ্রিল। যেদিনই ঈদ হোক, তাপমাত্রা বাড়ার প্রবণতা তখনও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

৩১ মার্চ অথবা ১ এপ্রিল, ঈদের দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল বিশেষত চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট মার্টিন এবং কক্সবাজারের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব সামান্য হতে পারে। আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টির পরিমাণ খুব কম এবং আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রাও অসহনীয় হয়ে উঠবে না।

তবে তিনি আরও বলেন, ঈদের দিন তাপমাত্রা বর্তমানে যা আছে, তা থেকে কিছুটা বেশি হতে পারে, তবে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার থেকে চলা তাপপ্রবাহ শনিবারের মধ্যে কিছুটা কমে যেতে পারে। তাই ঈদের দিন অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কম।

তবে আবহাওয়াবিদেরা বলেছেন, ঈদের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা নেই। যেখানেই তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, সেখানে মৃদু তাপপ্রবাহ হতে পারে, তবে তাপপ্রবাহ বলতে হবে যখন এটি অন্তত দুই দিন একনাগাড়ে চলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে