ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শবেকদরে যেসব আমল করবেন

২০২৫ মার্চ ২৭ ১২:১৫:১১
শবেকদরে যেসব আমল করবেন

ডুয়া ডেস্ক : আজ পবিত্র রমজানের ২৭তম রাত। এটি শবেকদরের অন্যতম সম্ভাব্য সময়। তবে, লাইলাতুল কদরের সুনির্দিষ্ট দিন নির্ধারিত নয়। ২১ থেকে ২৯ রমজানের যে কোনো বেজোড় রাতেই এটি হতে পারে।

লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত, যা শবেকদর নামেও পরিচিত। এই রাতে আল্লাহর অগণিত রহমত পৃথিবীতে নেমে আসে।

এ রাতে এত বেশি সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে, তারা সুবেহ সাদিক পর্যন্ত শান্তির বাতাস ছড়িয়ে দেন।

হজরত মুহাম্মদ (সা.) স্বয়ং এই রাতের গুরুত্ব উপলব্ধি করে রমজানের শেষ দশ দিন গভীর ইবাদতে কাটিয়েছেন। তিনি তার উম্মতদেরও এই রাত জেগে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।

হজরত আয়েশা (রা.) একবার রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, “যদি আমি বুঝতে পারি যে শবেকদর কোন রাতে, তবে আমি কোন দোয়া পড়ব?” রাসুলুল্লাহ (সা.) তাকে বলেন, “তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ অর্থাৎ, হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো।” (তিরমিজি)।

লাইলাতুল কদর অনন্য ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে নিজেকে ইবাদতে নিবিষ্ট করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেসব আমল করা যেতে পারে:

১. নফল নামাজ আদায় করা।

২. মসজিদে প্রবেশ করে দুই রাকাত দুখুলিল মাসজিদ নামাজ পড়া।

৩. মাগরিবের পর ছয় রাকাত আউওয়াবিন নামাজ।

৪. তারাবি নামাজ পড়া।

৫. শেষ রাতে তাহাজ্জুদ নামাজ।

৬. সালাতুত তাসবিহ এবং তওবার নামাজ আদায় করা।

৭. প্রয়োজন হলে সালাতুল হাজাত এবং সালাতুশ শোকরের নামাজ।

৮. কুরআন তিলাওয়াতে সময় দেওয়া। বিশেষ করে সুরা কদর, সুরা ইয়াসিন, সুরা আর-রাহমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সুরা।

৯. দরূদ শরিফ পাঠ করা।

১০. তওবা-ইসতেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।

১১. নিজের এবং পরিবারের জন্য দোয়া করা। মৃত স্বজনদের জন্য মাগফিরাত কামনা করা।

১২. দান-সদকার মাধ্যমে সওয়াব অর্জনের চেষ্টা করা।

আল্লাহর এই অনন্য রাতে তাঁর দয়া ও ক্ষমার দরজা উন্মুক্ত। আসুন, নিজের গুনাহর জন্য তওবা করি এবং ইবাদত-বন্দেগিতে মগ্ন হয়ে প্রভুর নৈকট্য লাভের চেষ্টা করি। হয়তো এই মহিমান্বিত রাতে আমাদের ভাগ্যে আল্লাহর অশেষ রহমত নেমে আসবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে