ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?

২০২৫ মার্চ ২৭ ১১:৪১:৩৭
নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?

ডুয়া ডেস্ক : বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে আরব দেশগুলোর আধিপত্য। ২০২৫ সালের Numbeo-এর নিরাপত্তা সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত তার আগের বছরের অবস্থান ধরে রেখেছে। তারা পেয়েছে ৮৪ দশমিক ৫ স্কোর। তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ আন্দোরা, যাদের স্কোর ৮৪ দশমিক ৭। বাংলাদেশের অবস্থান তালিকার একদম নিচের দিকের দিকে।

Numbeo ১৪৭টি দেশ নিয়ে এই জরিপ চালিয়েছে, যেখানে অপরাধের অনুভূত মাত্রা, দিন-রাতের নিরাপত্তা, চুরি, হয়রানি এবং হামলার মতো বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে র‌্যাংকিং তৈরি করা হয়েছে। এছাড়া বৈষম্য ও সম্পত্তি-সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও জরিপ চালানো হয়েছে।

তালিকায় কাতার ৮৪ দশমিক ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া সৌদি আরবের অবস্থান উন্নতি করে এবার ১৪তম হয়েছে, যা গত বছর ছিল ২৬তম। তবে বাহরাইনের অবস্থান কিছুটা খারাপ হয়েছে, তারা এখন ১৬তম স্থানে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্য তিন ধাপ পিছিয়ে এখন ৮৭তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান আরও খারাপ, তারা আছে ৮৯তম। তবে চলমান সংঘাত সত্ত্বেও ফিলিস্তিনের অবস্থান যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো, তাদের স্থান ৬১তম। ইউক্রেন তালিকার ৮০তম স্থানে রয়েছে।

সবচেয়ে অনিরাপদ দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, এরপর পাপুয়া নিউ গিনি, হাইতি, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের অবস্থান ১২৫তম, যা বিশ্বের ২২তম অনিরাপদ দেশ হিসেবে চিহ্নিত।

বাংলাদেশে অপরাধ স্কোর ৬১ দশমিক ৬, আর নিরাপত্তা স্কোর ৩৮ দশমিক ৪। তুলনায় সবচেয়ে অনিরাপদ দেশ ভেনেজুয়েলার অপরাধ স্কোর ৮০ দশমিক ৭।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর