ঢাকা, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ঢাকায় আত্মগোপনে আছেন নায়ক রিয়াজ!

২০২৫ মার্চ ২৬ ২২:২০:২২
ঢাকায় আত্মগোপনে আছেন নায়ক রিয়াজ!

ডুয়া ডেস্ক : ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত। তবে বিভিন্ন জায়গায় তার সরব উপস্থিতি ছিল। বহু বছর ধরে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের প্রচার-প্রচারণায় সব সময়ই সামনের সারিতে দেখা যেত তাকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রিয়াজ। তবে মনোনয়ন পান তার ঘনিষ্ঠ বন্ধু ফেরদৌস আহমেদ। শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ঢাকা-১০ আসনের এমপি নির্বাচিত হন। মনোনয়ন না পাওয়ার কারণে রিয়াজ বন্ধুর প্রচারণায় অংশ নেননি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্যান্য নেতাকর্মীদের মতো রিয়াজও অন্তরালে চলে যান। ৭ আগস্ট তার বিদেশ যাওয়ার চেষ্টার খবর পাওয়া গেলেও বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এমনকি নিজের জন্মদিনেও তিনি কোথাও প্রকাশ্যে আসেননি।

রিয়াজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, রিয়াজ এখন ঢাকাতেই আত্মগোপনে আছেন। নিজ বাসা ছেড়ে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।

বিশেষ সূত্রের তথ্যমতে, রিয়াজ আলোচিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ও অ্যাডমিন ছিলেন। যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও যুক্ত ছিলেন। এই গ্রুপের মাধ্যমে আন্দোলন দমন এবং আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনের কৌশল ঠিক করা হতো।

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে রিয়াজের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। একজন জনপ্রিয় অভিনেতা হয়েও তিনি কীভাবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন, গুলি চালিয়ে হত্যার ঘটনায় চুপ থাকেন—এমন প্রশ্ন উঠে আসে। একপর্যায়ে রিয়াজের বিরুদ্ধে গণরোষ তৈরি হয়, যা তাকে আত্মগোপনে যেতে বাধ্য করে।

প্রসঙ্গত, রিয়াজ বিএনপি সরকারের সময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা হয়ে ওঠেন। রাজনৈতিক পরিচয়ের সুবিধা নিয়ে তিনি নানা তদবিরের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে