ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্য মেলা আয়োজনের নির্দেশ

২০২৪ ডিসেম্বর ০৪ ১৫:০৬:০৯
সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্য মেলা আয়োজনের নির্দেশ

জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সকলের মাঝে তুলে ধরার লক্ষ্যে সকল প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে তারুণ্য মেলা আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা-“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তা বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ (বিপিএল) এর সাথে সমন্বয় করে মাসব্যাপি Youth Festival বাস্তবায়নের নিমিত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্নোক্ত কর্মসূচি • বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণিকার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণিকক্ষসহ নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার – পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে;

জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সকলের মাঝে তুলে ধরার লক্ষ্যে সকল প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে তারুণ্য মেলা আয়োজন করতে হবে। মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে;

তরুণদের উদ্ভাবনী ও উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প সপ্তাহে একদিন শ্রেণিচলাকালীন কোনো এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট তুলে ধরতে হবে; এবং

পলিথিন প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ করতে হবে।

এমতাবস্থায়, তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে এ বিভাগ সংশ্লিষ্ট উপরিউক্ত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণপূর্বক এ বিভাগকে অবহিত রেখে বর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে