ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

টানা ১১ দিনের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২৫ মার্চ ২৬ ২১:৪৩:৩২
টানা ১১ দিনের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়

ডুয়া নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ১১ দিনের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বুধবার (২৬ মার্চ) থেকে শুরু হওয়া এই ছুটি ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত চলবে। এরপর ৬ এপ্রিল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চালু হবে।

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) ছিল ঈদের ছুটির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস। এর আগে ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু হয়েছিল, যা ২০ মার্চ পর্যন্ত চলেছে। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল (রবিবার) থেকে আবারও আগের ক্লাস শিডিউলে ফিরবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আজ বুধবার (২৬ মার্চ) থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি রয়েছে, যার মধ্যে স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমু’আ-তুল-বিদা, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতরের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় পরদিন ৬ এপ্রিল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাস এবং পরীক্ষা স্বাভাবিকভাবে চালু হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর