ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

২০২৫ মার্চ ২৬ ১৯:৫৮:৫৯
২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

ডুয়া ডেস্ক: এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাপান। এরপর ইরানও ৪৮ দলের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

এছাড়াও বাছাইপর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

বুধবার ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল কারণ বলিভিয়া ও উরুগুয়ের ম্যাচটি ড্র হওয়ার পর মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়।

এই চারটি দেশ—জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড—বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে আগামী বিশ্বকাপে সাতটি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে