ঢাকা, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২০২৫ মার্চ ২৬ ১৯:১৫:০৬
আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থি নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়। বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশটি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারতে সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছেন। গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন সংস্থা ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দেশটিকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে।

মার্কিন সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে। তবে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, তাদের সরকার সংখ্যালঘুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যেমন বিদ্যুতায়ন এবং ভর্তুকি প্রদান।

এদিকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) সংস্থা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ‘র’ সাধারণত বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ ও সরবরাহ করে থাকে।

এছাড়া ইউএসসিআইআরএফ এর সুপারিশ যে বাধ্যতামূলক নয় তা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মার্কিন সরকার এই সুপারিশ মেনে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বা না-ও পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে