ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম

২০২৫ মার্চ ২৬ ১৮:৫৮:০৬
একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়। তার মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলামের অভিযোগ, যারা একাত্তর ও চব্বিশকে একে অপরের বিপরীতে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়।

তিনি আরও বলেন, "ক্ষমতায় যাওয়ার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা কখনও মেনে নেওয়া হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।"

নাহিদ ইসলাম আরো অভিযোগ করেন, সংবিধান আঁকড়ে ধরে পুরোনো বন্দোবস্তেই দেশকে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এনসিপি নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে