ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

২০২৫ মার্চ ২৬ ১৭:৫২:৩৭
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

ডুয়া নিউজ : ক্রমেই বাড়ছে চৈত্র মাসের খরতাপ। সেইসঙ্গে কমে আসছে বৃষ্টির পরিমাণ। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরম হতে পারে বলে আভাস মিলছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আজ বুধবার (২৬ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে চট্টগ্রামের কিছু এলাকায় ২৯ বা ৩০ মার্চের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) এবং শুক্রবারও (২৮ মার্চ) একই ধরনের শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে