ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

২০২৫ মার্চ ২৬ ১৭:৩৮:৪৮
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ডুয়া নিউজ : চৈত্রের খরতাপ ক্রমেই বাড়ছে। বৃষ্টির পরিমাণও কমে আসছে অনেকটা। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরমভাবাপন্ন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এ সময়।

এদিকে তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর মধ্যে পাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

স্থানীয় মসজিদে ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দী নামাজে ইমামতি করেন।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নামাজের পর খুতবা পাঠের মাধ্যমে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে