ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত

২০২৪ ডিসেম্বর ২১ ১৪:৫৬:৫১
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত

ডুয়া নিউজ: পাকিস্তানের খাইबर পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ১৬ জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক আরব নিউজের প্রতিবেদনের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রের তথ্যমতে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ৩০ জনাধিক সন্ত্রাসী খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকায় এক সেনা ক্যাম্পে হামলা চালায়। এক অজ্ঞাত সুত্র জানায়, হামলায় নিহত সেনাসদস্যের সংখ্যা ১৬ এবং আহতের সংখ্যা ৫।

হামলার সময় সন্ত্রাসীরা সেনা ক্যাম্পে যোগাযোগের সরঞ্জাম, দাপ্তরিক নথি এবং অন্যান্য সামগ্রীতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। হামলা প্রায় দুই ঘণ্টা ধরে চলেছে।

পাকিস্তানি তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করে জানায়, তাদের শীর্ষ কমান্ডারদের হত্যা করার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে