ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনি পরিচালককে মুক্তি দিতে বাধ্য হলো ইসরায়েল

২০২৫ মার্চ ২৬ ১৬:৪৩:৪৭
ফিলিস্তিনি পরিচালককে মুক্তি দিতে বাধ্য হলো ইসরায়েল

ডুয়া ডেস্ক : গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ব্যাপক অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ এই অঞ্চল থেকে অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। তবে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার মুখে অস্কারজয়ী এই পরিচালককে মুক্তি দিতে বাধ্য হল ইসরায়েল।

মঙ্গলবার (২৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হামদানের সহকর্মী যুবাল আব্রাহামের এক পোস্টের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ‘সারা রাত সামরিক ঘাঁটিতে হাতকড়া পরিয়ে মারধর করা হয় হামদানকে। তবে এখন সে মুক্ত এবং তার পরিবারের কাছে বাড়ি ফিরতে যাচ্ছেন।’

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, তাদের সাংবাদিকরা বাল্লাল এবং আরও দুই ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি থানা থেকে বেরিয়ে আসতে দেখেছেন। এসময় তার মুখে আঘাতের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ ​​ছিল বলেও জানায় সংবাদ সংস্থাটি।

কারাগার থেকে মুক্তি পেয়ে হামদান জানান সে রাতের নির্যাতনের কাহিনি। তিনি বলেন, “তাকে একটি সেনা ঘাঁটিতে আটক রাখা হয়েছিল। সেইসাথে চালায় অমানবিক নির্যাতন। ঘুমাতে বাধ্য করা হয় অনেক ঠান্ডা পরিবেশে।”

তিনি অভিযোগ তুলে বলেন, “তথ্যচিত্রের মাধ্যমে বহির্বিশ্বের কাছে নিপীড়িত ফিলিস্তিনিদের কথা তুলে ধরার কারণেই এমন বর্বরতার শিকার তিনি।”

এর আগে, ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রে ইসরায়েলি দখলদারিত্বে ফিলিস্তিনিদের নিপীড়নের চিত্র তুলে ধরেছিলেন তিনি। পরে অস্কারে পুরস্কার জেতার পরই তা যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। হুমকি-ধমকির পর হামলার শিকার হন তিনি এবং এক পর্যায়ে আটক করা হয়। তবে ধরে নেওয়ার এক দিনের মধ্যেই ইসরায়েল তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে