ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘চাঁদাবাজ ধরতে দুই-তিন দিনের মধ্যে অভিযান’

২০২৪ ডিসেম্বর ২১ ১৪:৫০:১০
‘চাঁদাবাজ ধরতে দুই-তিন দিনের মধ্যে অভিযান’

ডুয়া নিউজ: রাজধানীতে চাঁদাবাজি ঠেকাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, চাঁদাবাজিদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে অভিযান শুরু হবে।

শনিবার (২১ ডিসেম্বর) কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।

কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। জনগণের স্বার্থে তিনি চাঁদাবাজি বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকা শহরে মোবাইল ছিনতাই বেড়েছে এবং তিনি সকলকে সতর্ক হয়ে চলাচল করার আহ্বান জানান। ফুটপাতে হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, সবাইকে সম্মান দেখিয়ে সরাতে হবে, তবে তাদেরকে জানানোর আহ্বান জানিয়ে বলেন যে চাঁদাবাজি করা যাবে না।

মোটরসাইকেল চলাচল নিয়ে সতর্ক করে তিনি বলেন, এক মোটরসাইকেলে দুই-তিনজন থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং ফুটপাতে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানান।

যোগাযোগের ক্ষেত্রে যানজটের মধ্যে গাড়ির চালকরা বারবার হর্ন বাজাতে থাকেন, যা অসংগতিপূর্ণ বলে অভিহিত করেন। শিগগিরই হর্ন বাজানোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথাও তিনি উল্লেখ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে