ঢাকা, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

‘চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ড. ইউনূস’

২০২৫ মার্চ ২৬ ১৫:০৭:৫৬
‘চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ড. ইউনূস’

ডুয়া নিউজ: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন। কিন্তু ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের দ্য হিন্দু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

ড. ইউনূস চীনকে তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে বেছে নিয়েছেন এবং বুধবার (২৬ মার্চ) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

দ্য হিন্দু জানাচ্ছে, ভারত সফরের জন্য বাংলাদেশ সরকারের অনুরোধের প্রতি ভারতের কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শফিকুল আলম সংবাদ মাধ্যমটিকে বলেছেন, "আমরা গত বছরের ডিসেম্বর মাসে ভারত পক্ষকে প্রধান উপদেষ্টা ইউনূসের সফরের অনুরোধ জানিয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত, কোনো সাড়া পাইনি।"

চীন সফরের সময় ২৬ তারিখে ড. ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরবেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে যথাযথ এবং উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চায়।

ড. ইউনূস চীন সফর শেষে ৩-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের জন্য একটি অনুরোধ করেছেন এবং ভারতের প্রতিক্রিয়ার প্রতীক্ষায় আছেন।

ড. ইউনূস চীন সফরের সময় বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন। ফলে বাংলাদেশকে ব্যবসা-বান্ধব গন্তব্য হিসেবে উপস্থাপন করার সুযোগ পাবেন।

এছাড়া, ২৮ মার্চ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে এবং ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন।

ড. ইউনূস আশা করেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কেন্দ্র হিসেবে পরিণত হবে। যা ভারত, নেপাল এবং ভুটানের সাথে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে