ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান

২০২৫ মার্চ ২৬ ১৪:৩২:৩০
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান

ডুয়া নিউজ: স্বাধীনতা দিবসে 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা (৪৫), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৮) এবং আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকার বাসিন্দা মো. সোহেল পারভেজ (৪০)।

প্রাপ্ত তথ্যে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর ৫০ জনের মতো লোক লাল পতাকা হাতে 'আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান' দিতে থাকলে, উপস্থিত জনতা তাদের ধাওয়া করে এবং কয়েকজনকে মারধর করে। এই পরিস্থিতির মধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির সংবাদ মাধ্যমকে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো তারা। তাই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে