ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ব্রাজিল বিধ্বস্ত, ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত আর্জেন্টিনার

২০২৫ মার্চ ২৬ ১৪:১৯:৫১
ব্রাজিল বিধ্বস্ত, ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত আর্জেন্টিনার

ডুয়া ডেস্ক: ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেই আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল। ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই তাদের বিশ্বকাপে খেলার সুযোগ মিলত। তবে আরও একটি সমীকরণ ছিল এরকম- যদি উরুগুয়ে বলিভিয়ার বিপক্ষে জিততে না পারত, তাহলে পয়েন্টের ভিত্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যেত।

বুধবার বলিভিয়া উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। যা আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। এর ফলে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়। এর আগে জাপান এবং নিউজিল্যান্ডও বিশ্বকাপের জন্য তাদের জায়গা নিশ্চিত করেছিল।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনা নির্ভার হয়ে মাঠে নেমে ব্রাজিলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ব্রাজিল ম্যাচে একেবারেই সাফল্য পায়নি এবং আলবিসেলেস্তেদের সামনে খুবই অসহায় হয়ে পড়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে