ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সৌদিতে ঈদের জামায়াতের সময় নিয়ে নতুন ঘোষণা

২০২৫ মার্চ ২৬ ১৩:৪৯:০৮
সৌদিতে ঈদের জামায়াতের সময় নিয়ে নতুন ঘোষণা

ডুয়া ডেস্ক : সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদের নামাজ আয়োজনের জন্য দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদগুলো প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যের শীর্ষ সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার এবার ঈদের জামাতের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। যেসব মসজিদ সাধারণত ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয় না বা যেগুলো ঈদগাহের নিকটবর্তী, সেসব ক্ষেত্রে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায় করতে হবে।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নামাজের আগে বৈদ্যুতিক সরঞ্জাম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সাউন্ড সিস্টেম সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা তা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, যদি ঈদের দিন বৃষ্টি হয়, তবে মুসল্লিদের নিরাপত্তা ও আরামের জন্য নামাজ নির্ধারিত মসজিদে আয়োজন করা হবে, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে