ঢাকা, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

‘সংখ্যালঘুদের জন্য ভারত সবচেয়ে নিরাপদ স্থান’

২০২৫ মার্চ ২৬ ১১:৪৯:৩৬
‘সংখ্যালঘুদের জন্য ভারত সবচেয়ে নিরাপদ স্থান’

ডুয়া ডেস্ক : ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান বলেছেন, সংখ্যালঘুদের জন্য ভারত সবচেয়ে নিরাপদ স্থান। ভারতে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ বলে দাবি করেন তিনি। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুদের অবস্থানের তুলনা করে মোদির মন্ত্রিসভার প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান বলেছেন— “ভারতে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ”।

জাতীয় সংখ্যালঘু কমিশন (এনসিএম) আয়োজিত এক সভায় দিল্লিতে রাজ্য সংখ্যালঘু কমিশনের সদস্যদের সাথে কথা বলার সময় কুরিয়ান সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কেন্দ্রের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি দাবি করেন, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নিবেদিত অসংখ্য প্রকল্প রয়েছে এবং তাদের কল্যাণের জন্য অতিরিক্ত উদ্যোগও রয়েছে।

তিনি বলেন, ভারতের সংখ্যালঘুরা প্রতিবেশী কিছু দেশের তুলনায় বেশি সুরক্ষা ও নিরাপত্তা ভোগ করে। আমরা বলতে পারি, ভারত বিশ্বের যেকোনও দেশের তুলনায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা… আমাদের প্রতিবেশী পাকিস্তানের দিকে তাকান। পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা কেমন, সেখানে খ্রিস্টানরা সংখ্যালঘু। সেখানে খ্রিস্টানদের অবস্থা কী? সেখানে হিন্দুদের অবস্থা কী।

মন্ত্রী বলেন, বিশ্ব জানে চীনে খ্রিস্টান এবং মুসলিমদের অবস্থা কেমন, কারণ সেখানে তারা সংখ্যালঘু। আপনি মিয়ানমারের কথা বলেন, যেখানে মুসলিমরা সংখ্যালঘু। আমাকে রোহিঙ্গাদের কথা ব্যাখ্যা করতে হবে না। আপনি বাংলাদেশের দিকে তাকান, তারপর আবার সেখানে সংখ্যালঘুদের কী হচ্ছে তা ব্যাখ্যা করার দরকার নেই। শ্রীলঙ্কায় ইস্টার রাতে কী ঘটেছিল তা আমাকে ব্যাখ্যা করতে হবে না।

ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের প্রতি মোদি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন ধর্মের ও গোষ্ঠীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে