ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

পথশিশুদের সহায়তায় ঢাবি অ্যালামনাইকে ৭৭৫ পাউন্ড দিল ঢাবি অ্যালামনাই ইউকে

২০২৫ মার্চ ২৫ ২২:২০:৪০
পথশিশুদের সহায়তায় ঢাবি অ্যালামনাইকে ৭৭৫ পাউন্ড দিল ঢাবি অ্যালামনাই ইউকে

ডুয়া নিউজ: 'ছায়াতল বাংলাদেশ' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এই প্রতিষ্ঠানটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। উল্লেখযোগ্য সহযোগিতার মধ্যে রয়েছে- অসহায় পথশিশুদের জন্য শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ এবং তাদের বিনোদনের ব্যবস্থা করার জন্য চড়ুইভাতির মতো পিকনিকের আয়োজন।

এবার পথশিশুদের সাহাযার্থে এগিয়ে এসেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ইউকে শাখা। সংগঠনটি ‘ছায়াতল বাংলাদেশ’-কে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ৭৭৫ পাউন্ড সহায়তা প্রদান করেছে। এ অর্থ লন্ডনের একটি ব্যাংক হতে আজ জনতা ব্যাংক, টিএসসি শাখায় স্থানান্তরিত হয়েছে।

ঢাবি অ্যালামনাই ইউকে’র সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ঢাবি অ্যালামনাইকে এই অর্থ প্রদানের তথ্যাদি ডুয়া নিউজকে প্রদান করেন।

তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয় অ্যালামনাইয়ের যৌথভাবে কল্যাণমূলক নানা কর্মকান্ড পরিচালনা করতে চাই। এরই অংশ হিসেবে তিনি ঢাবি অ্যালামনাইকে এই অর্থ প্রদান করার কথা জানান।

এদিকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী অসহায় পথশিশুদের সহায়তার জন্য ঢাবি অ্যালামনাই, ইউকে শাখার আন্তরিক এ উদ্যোগকে ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত অন্যান্য ঢাবি অ্যালামনিরা এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সহযোগিতার হাত সম্প্রসারণ করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে