ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা : সেনাপ্রধান

২০২৫ মার্চ ২৫ ২০:১১:২৭
জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা : সেনাপ্রধান

ডুয়া ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণ করেনি, বরং তারা প্রমাণ করেছে যে কীভাবে সত্য ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকবে। "সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে"—এই মূলমন্ত্র বুকে ধারণ করে সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে কাজ করতে থাকবে।

সেনাপ্রধান দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতা এবং নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, একযোগে কাজ করলে বাংলাদেশ সমৃদ্ধির শিখরে পৌঁছে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে