ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে সর্বশেষ যা জানালেন মাউশি মহাপরিচালক

২০২৫ মার্চ ২৫ ১৯:০৫:১৮
শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে সর্বশেষ যা জানালেন মাউশি মহাপরিচালক

ডুয়া ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা এবং বেতন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাকি কাজটি এখন ব্যাংকের হাতে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আশা করা হচ্ছে, শিক্ষক-কর্মচারীরা বৃহস্পতিবারের মধ্যে তাদের বেতন-ভাতা উঠাতে পারবেন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে তিনি এসব তথ্য জানান।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে মার্চ মাসের বেতন পেলেও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা এখনো ফেব্রুয়ারির বেতন পাননি। বেতন সংক্রান্ত বিড়ম্বনা কবে শেষ হবে এমন প্রশ্নের উত্তরে প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, "চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতন অনলাইনে দেওয়া একটি সহজ বিষয় নয়। অনেকের তথ্যগত ভুল রয়েছে, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বেতন দেওয়া হচ্ছে। নতুন একটি ব্যবস্থা বাস্তবায়ন করতে নানা সমস্যা হয়, তবে আমরা কাজ করছি।"

তিনি আরও বলেন, "আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এখন বাকি কাজ অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকের। তাদের বিষয়ে আমরা কিছু বলতে পারি না। কবে ব্যাংকে টাকা পাঠানো হবে তা চিফ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবেন।"

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান, তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে 'অ্যানালগ' পদ্ধতিতে ছাড় হয়। এই প্রক্রিয়ায় শিক্ষকরা নানা ধরনের ভোগান্তির শিকার হন।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল, বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। অক্টোবর মাসে প্রথম ধাপে ২০৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে তাদের বেতন পেয়েছেন। এরপর জানুয়ারি মাসে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেয়েছেন। পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে আরও শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়েছেন। তবে ফেব্রুয়ারির বেতন এখনও পায়নি এবং আশা করা হচ্ছে চলতি সপ্তাহে তারা বেতন-ভাতা পেতে পারেন।

অন্যদিকে ৫ম ধাপে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি তবে চলতি সপ্তাহে তারা তিন মাসের বেতন একসঙ্গে পেতে যাচ্ছেন। তবে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে বেতন-ভাতা পাবেন না বলে জানিয়েছে ইএমআইএস সেল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে