ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার

২০২৫ মার্চ ২৫ ১৭:২২:৫২
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার

ডুয়া ডেস্ক: চীন সরকারের আমন্ত্রণে আগামীকাল বুধবার (২৬ মার্চ) চার দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ২৮ মার্চ শুক্রবার সকালে দ্বি-পাক্ষিক বৈঠক।

মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া, পাশাপাশি কয়েকটি এমওই (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাবেন, সেইসঙ্গে সরকারের কার্যক্রমও তুলে ধরবেন। তিনি বলেন, "ভারত-চীন উভয় দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের বন্ধু হিসেবে দেখি।"

এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ইউনূস চীন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে