ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ২৫ ১৫:০০:০৫
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করবে। পাশাপাশি এটি অনলাইনেও সম্প্রচার করা হবে।

বুধবার দেশে মহান স্বাধীনতা দিবস পালিত হবে। ভাষণে প্রধান উপদেষ্টা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমের বিবরণ প্রদান করবেন। ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কয়েকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং এবারের ভাষণেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ইউনূস ভাষণ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে