ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সূচকের উত্থানে ভূমিকা রেখেছে ৫ কোম্পানি

২০২৫ মার্চ ২৫ ১৪:৩৭:৩০
সূচকের উত্থানে ভূমিকা রেখেছে ৫ কোম্পানি

ডুয়া ডেস্ক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস (২৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচক বেড়েছে ১৭ দশমিক ৩১ পয়েন্টের বেশি।

এদিন ডিএসইতে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এর মধ্যে ডিএসইর সূচক উত্থানের নেপথ্যে ছিল ৫ প্রতিষ্ঠানের শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- লংকাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আলোচ্য কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে আজ ডিএসইর সূচক বেড়েছে ৭ পয়েন্টের বেশি।

ডিএসইর সূচক উত্থানে আজ সবচেয়ে বেশি অবদান রেখেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ২ দশমিক ২৫ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক উত্থানের দ্বিতীয় কোম্পানি ছিল ইস্টার্ন ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১ দশমিক ৭৪ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের উত্থানে ভূমিকা রেখেছে সিটি ব্যাংক ১ দশমিক ৩৯ পয়েন্ট, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ শূন্য দশমিক ৯৪ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শূন্য দশমিক ৯০ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে