ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ

২০২৫ মার্চ ২৫ ১৪:১৩:১৭
শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ

ডুয়া ডেস্ক : টানা তিন দিন নেতিবাচক প্রবণতায় থাকার পরে গতকাল সোমবার (২৪ মার্চ) ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে আজও। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে।

তবে গতকালের তুলনায় আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ মার্চ) ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেখা গেছে ভিন্ন চিত্র। আজ সিএসইতে গতকালের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচকের উথ্থান হয়েছে ১৭ দশমিক ৩১ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক কমেছিল ১৩ দশমিক ৫৩ পয়েন্ট।

এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ দশমিক ০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৮ দশমিক ০৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ২৬ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৮ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৭ দশমিক ৭৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ১৭ দশমিক ৮২ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে