ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

রাতে ১ মিনিট ‘ব্ল্যাকআউট’ থাকবে সারা দেশ

২০২৫ মার্চ ২৫ ১৩:৪৫:১৭
রাতে ১ মিনিট ‘ব্ল্যাকআউট’ থাকবে সারা দেশ

ডুয়া ডেস্ক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিটের জন্য ব্ল্যাক আউট (অন্ধকার) পালিত হবে। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে গুরুত্বপূর্ণ এবং জরুরি স্থাপনাগুলি এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের রাত ছিল এক ইতিহাসে বিরল এবং ভয়াবহ রাত। ওই রাতে পাকিস্তানি বাহিনী চালায় মানব ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা। ঢাকার শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। এত বছর পরও সেই ভীতিকর রাতটি আজও জাতির মনে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করে।

‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চে পরিকল্পিত গণহত্যা চালিয়ে বাঙালির স্বাধীনতা আন্দোলন দমন করতে চেয়েছিল। এটি ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের নির্দেশে পরিচালিত, ১৯৭০ সালের নভেম্বরে সংঘটিত ‘অপারেশন ব্লিটজ’-এর পরবর্তী সামরিক আক্রমণ।

পাকিস্তানি সামরিক বাহিনীর এই অভিযান ছিল স্বাধীনতাকামী বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বড় বড় শহর দখল করার এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে।

এ দিবসের স্মরণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকাসহ সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী পৃথিবীর বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি গভীর শোকের সঙ্গে সেই কালরাতে নিহত সকল শহীদকে স্মরণ করি। এই নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে