ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ঢাকায় পৌঁছেছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

২০২৫ মার্চ ২৫ ১৩:১২:৩২
ঢাকায় পৌঁছেছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

ডুয়া ডেস্ক : দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক শক্তিশালী করতে ২ দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েল।

সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ঢাকা পৌঁছান। তার সঙ্গে আরও ৬ জন সফরসঙ্গী রয়েছেন।

জানা গেছে, ঢাকা সফরের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েল মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় বসবেন।

ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এই সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ গুরুত্ব বহন করছে।

ধারণা করা হচ্ছে, সফরের সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার নিয়ে আলোচনা করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে