ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উপদেষ্টা মাহফুজের ডিলিট করা পোস্টে ক্ষেপেছে দিল্লি

২০২৪ ডিসেম্বর ২০ ১৮:৫৩:০১
উপদেষ্টা মাহফুজের ডিলিট করা পোস্টে ক্ষেপেছে দিল্লি

ডুয়া নিউজ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ‘বিতর্কিত মন্তব্য’ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।

তিনি বলেন, জনসমক্ষে মন্তব্য করার সময় সকলের সচেতন থাকা উচিত এবং দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের বিষয়ে স্মরণ করিয়ে দিতে চায় নয়াদিল্লি।

মুখপাত্র জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তীব্র আপত্তি জানানো হয়েছে।

উল্লেখ্য, মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মুছে ফেলা পোস্টে তিনি দাবি করেন, ভারতের উচিত গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া। যার ফলে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা বিক্ষোভের কারণে ভারতে আশ্রয় নেন।

এছাড়া, ভারত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রধান দায়িত্ব বাংলাদেশ সরকারের। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশ সফর করেন এবং এই উদ্বেগের বিষয়টি তুলে ধরেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে