ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

‘নিরাপদে ঈদ উদযাপনের সব প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমপি’

২০২৫ মার্চ ২৪ ১৯:৫১:২৬
‘নিরাপদে ঈদ উদযাপনের সব প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমপি’

ডুয়া ডেস্ক: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে উৎসবমুখর ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন ঈদুল ফিতরের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, ঈদের জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিষয় নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঈদুল ফিতর উদযাপনে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশি পদক্ষেপের পাশাপাশি ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নিরাপত্তা সচেতনতা বাড়ানো জরুরি।’

তিনি আরও বলেন, ‘আইনের মূল উদ্দেশ্য হলো মানুষকে বুঝানো যে, আইন লঙ্ঘন করলে শাস্তির সম্মুখীন হতে হবে। সড়কে উল্টো পথে গাড়ি চালানো বা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সাজ্জাত আলী জানান, ‘ডিএমপির তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে এবং ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ অনেক কমে গেছে। সবাইকে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে।’

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, সড়ক পরিবহন মালিক সমিতি, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, নৌপরিবহণ অধিদফতর, বিজিএমইএ, বিকেএমইএ, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি সহ নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন এবং পরে উপস্থিত প্রতিনিধি থেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে