ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সেনাপ্রধানের সঙ্গে দুই ছাত্রনেতা কেন সাক্ষাৎ করলেন, জানতে চান নুর

২০২৫ মার্চ ২৪ ১৯:২৩:২৬
সেনাপ্রধানের সঙ্গে দুই ছাত্রনেতা কেন সাক্ষাৎ করলেন, জানতে চান নুর

ডুয়া প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের প্রতি ইঙ্গিত করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সেনাপ্রধানের সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহবান জানান।

আজ সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে গণ অধিকার পরিষদের নগর ও জেলা কমিটির কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর। এ উপলক্ষে তিনি সেখানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

নুর বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলেন তখন জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি ছাত্রনেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিলেন। সেনাপ্রধান তাঁদের ডাকেননি।

তিনি আরও বলেন, আমি মনে করি জাতীয় নাগরিক কমিটির উচিত ওই দুই ছাত্রনেতা কেন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেখানে কী আলোচনা হয়েছিল—তা তদন্ত করে জাতির সামনে তুলে ধরা উচিত।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে