ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আসাদকে ফেরত চেয়ে পুতিনকে সিরিয়ার আল্টিমেটাম

২০২৫ মার্চ ২৪ ১৮:০৭:৪২
আসাদকে ফেরত চেয়ে পুতিনকে সিরিয়ার আল্টিমেটাম

ডুয়া ডেস্ক: সিরিয়ার নতুন সরকার বাশার আল-আসাদকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সেই উদ্দেশ্যে তারা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছ থেকে আসাদকে ফেরত চেয়েছে। সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ২২ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ ব্যাপারে আল্টিমেটাম দিয়েছেন। আল-শারা বলেছেন, সিরিয়ায় আসাদের উপস্থিতি নিশ্চিত করতে পারলে তার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে, যা সিরিয়াবাসীর প্রধান দাবী।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আরাবিয়া এই তথ্য জানিয়েছে। আসাদ ২০১১ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর ১৪ বছর ধরে দেশটিতে শাসন করেছিলেন, যার ফলে ৬ লাখেরও বেশি মানুষ মারা যান। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের সামরিক অভিযানে তার পতন ঘটে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। বর্তমানে রাশিয়াতেই অবস্থান করছেন আসাদ। সিরিয়ার নতুন সরকার রাশিয়াকে তৎক্ষণাৎ আসাদকে ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছে।

আল-শারা রাশিয়াকে সতর্ক করে বলেছেন, যদি আসাদকে ফেরত না দেওয়া হয় তবে সিরিয়ায় রাশিয়ার স্বার্থ ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, রাশিয়ার যেসব বিমান ও নৌ ঘাঁটি সিরিয়ায় আছে সেগুলোর তত্ত্বাবধানের সুযোগ সিরিয়ার নতুন সরকার দিতে প্রস্তুত, তবে আসাদকে ফেরত দেওয়ার শর্তে।

রাশিয়ার জন্য সিরিয়ার তার্তাস এবং খামামিম ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভাব বজায় রাখতে এবং আফ্রিকার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। এই ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া, যা আসাদের ফেরত আসার ওপর নির্ভরশীল।

আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, রাশিয়া সম্ভবত আসাদকে হস্তান্তরে সম্মত হবে না, তবে সিরিয়ার নতুন সরকারের আহ্বানের পর মস্কোর অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। পুতিনের পরবর্তী পদক্ষেপ মস্কো-দামেস্ক সম্পর্কের ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে