ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ভারতের বিপক্ষে নতুন সতীর্থের সঙ্গে জুটি বাঁধবেন হামজা চৌধুরী

২০২৫ মার্চ ২৪ ১৭:৪৪:৩৯
ভারতের বিপক্ষে নতুন সতীর্থের সঙ্গে জুটি বাঁধবেন হামজা চৌধুরী

ডুয়া ডেস্ক: ভারতের শিলংয়ের বৈরী আবহাওয়ার মধ্যে রোববার বিকেলে বাংলাদেশের ফুটবল দলের অনুশীলনে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়েছিল। জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলনে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছিলেন হামজা দেওয়ান চৌধুরী। একদিকে চিরচেনা পরিবেশে অনুশীলন করতে দেখা যায় ব্রিটিশ প্রবাসী এই ফুটবলারকে অন্যদিকে জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজীও তাকে সহজেই নিজের মধ্যে গ্রহণ করেছেন। এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে রক্ষণভাগে হামজার সঙ্গে তপুর জুটি দেখা যেতে পারে।

হামজা লেস্টার সিটির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করেছেন এবং শেফিল্ড ইউনাইটেডেও একই ভূমিকা পালন করেছেন। তবে ভারতের বিপক্ষে তিনি কোন ভূমিকায় মাঠে নামবেন সে ব্যাপারে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখনও কিছু বলেননি।

তবে দলের সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠে নামানো হতে পারে। রক্ষণ শক্তিশালী করতে তাকে পিছনে তপুর সাথে রাখা হতে পারে। আবার যদি বাংলাদেশ লিড নেয় তবে তপুর সঙ্গে হামজাকে একসঙ্গে রক্ষণের ভূমিকায় দেখা যেতে পারে। বাংলাদেশের অনুশীলনেও এমন ইঙ্গিত মিলেছে।

হামজার সঙ্গে মাঠে জুটি বাঁধা নিয়ে তপুর মন্তব্য, "সবকিছু মিলিয়ে তার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হয়েছে, যা খুব জরুরি। যদি আমরা এটা ধরে রাখতে পারি তাহলে আমরা ভালো ফলাফল করতে পারব।"

বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার আরও বলেন, "হামজা আমাদের সব খেলোয়াড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশেছেন। তার সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যেমন আমাদের কিভাবে উন্নতি করতে হবে। আমি সব সময় তার সঙ্গে কথা বলি শুধুমাত্র ফুটবল নিয়ে নয়, পরিবার নিয়েও কথা হয়। তিনি ইংল্যান্ডে কীভাবে থাকেন, কীভাবে খাওয়ার ব্যাপারে ভাবেন, এসব নিয়ে আলোচনা হয়।"

এদিকে হামজার সঙ্গে বন্ধুত্ব গড়লেও ভারতের সেটপিস নিয়ে মূলত ভয় পাচ্ছেন তপুরা। জাতীয় দলের এই অভিজ্ঞ ডিফেন্ডারের মতে, ভারত খুব বিপজ্জনক হয়ে থাকে সেটপিসে।

তার ভাষ্যমতে, "সেটপিস নিয়ে অনেক কাজ হয়েছে। শেষ ম্যাচে ভারত গোল করেছে সেটপিসে। আমাদের পরিকল্পনা রয়েছে যেন সেটপিসে গোল হজম না করি।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে