ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হাসনাতের বিপরীতে দেওয়া পোস্ট নিয়ে যা বললেন সারজিস

২০২৫ মার্চ ২৪ ১৭:৩৩:০৯
হাসনাতের বিপরীতে দেওয়া পোস্ট নিয়ে যা বললেন সারজিস

ডুয়া নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই।

আজ সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের বিপরীতে দেওয়া সারজিসের পোস্ট নিয়ে এই প্রশ্ন করা হয়।

সারজিস আলম বলেন, “সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায়।”

এনসিপির এই নেতা বলেন, “দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে।”

গুজব একটি ব্যাধি উল্লেখ করে তিনি গুজবের বিরুদ্ধে দেশের জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

এ সময় গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ জানান সারজিস আলম।

প্রসঙ্গত, এর আগে, সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের বিপরীতে রবিবার (২৩ মার্চ) ফেসবুকে আরেকটি পোস্ট করেন সারজিস আলম। সেই পোস্টের কিছু কিছু অংশে ভিন্নমত জানিয়ে সারজিস আলম তাঁর পোস্টে লেখেন, ‘যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর