ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সহায়ক ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে চলে গেল বাস

২০২৫ মার্চ ২৪ ১৭:১৫:৩৪
সহায়ক ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে চলে গেল বাস

ডুয়া নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর যানজট নিরসনে শিক্ষার্থীদের দিয়ে সহায়ক ট্রাফিকের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ মোড়ে দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন।

আজ সোমবার (২৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

ট্রাফিক সার্জেন্ট রেজাউল জানিয়েছেন, “ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে।”

তিনি আরও বলেন, “শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বলেন। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস দায়িত্ব পালনরত মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা গেছে ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। এখন তিনি চিকিৎসাধীন আছেন “

শিক্ষার্থী মেহেদীকে ধাক্কা দেওয়া বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) জব্দ করা হয়েছে। চালক সোহেলকেও আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে