ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ জানালো পিএসসি

২০২৫ মার্চ ২৪ ১৭:১৫:১৩
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ জানালো পিএসসি

ডুয়া ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে শুরু হবে এ বিসিএসের লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২০২৩ সালের ৯ মে প্রকাশ করা হয়েছিল। প্রথমে ১০,৬৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হলেও পরবর্তীতে পট পরিবর্তনের মাধ্যমে আরও ১০,৭৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়, ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১,৩৯৭। এ সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের আগস্টে সরকার পতনের পর বিএনপি ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের সমস্ত পরীক্ষার প্রক্রিয়া বাতিলের দাবি জানায়। এরপর অক্টোবর মাসে নতুন পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত নেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে