ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জ্ঞান ফেরার পর কথা বললেন তামিম ইকবাল

২০২৫ মার্চ ২৪ ১৬:৩০:৩১
জ্ঞান ফেরার পর কথা বললেন তামিম ইকবাল

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর তার জ্ঞান ফিরে এসেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও তার সঙ্গে কথা বলেছেন। তবে তার শারীরিক অবস্থার অবজারভেশন করতে আগামী ৪৮ ঘণ্টা হাসপাতালে থাকবেন তিনি। হাসপাতাল সূত্রে এমন তথ্য জানা গেছে।

আজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামার আগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তামিম টস করেছিলেন। কিন্তু খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির ৩ নম্বর মাঠ থেকে বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি।

পরে জানা যায়, তামিম হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এনজিওগ্রাম করার পর তার হার্টে ব্লক ধরা পড়ে এবং পরে সফলভাবে রিং পরানো হয়। রিং পরানোর পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে