ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জিকিউ বলপেনের অস্বাভাবিক লেনদেন ও দাম বৃদ্ধি, তদন্তে বিএসইসি

২০২৫ মার্চ ২৪ ১৬:০২:৪৮
জিকিউ বলপেনের অস্বাভাবিক লেনদেন ও দাম বৃদ্ধি, তদন্তে বিএসইসি

ডুয়া ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক লেনদেন এবং শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্ত করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর এবং লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিএসইসির কাছে সন্দেহজনক এবং অস্বাভাবিক মনে হয়েছে। এ পরিস্থিতিতে বিএসইসি কোম্পানিটির শেয়ার দরের এই অস্বাভাবিক বৃদ্ধি এবং লেনদেনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বাজার বিশ্লেষণ থেকে জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২২ টাকা ১০ পয়সা, যা ২৪ মার্চ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আড়াই মাসের মধ্যে শেয়ারটির দাম বেড়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। কিন্তু এ দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি। তাই বিএসইসি এটি অস্বাভাবিক মনে করছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৫ পয়সা। এছাড়া জুলাই-ডিসেম্বর ২০২৪ সময়কালে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ০৪ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে