ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

প্রাথমিক শিক্ষার্থীদের মাসে ৫০০ টাকা উপবৃত্তির সুপারিশ

২০২৫ মার্চ ২৪ ১৪:৫০:৩১
প্রাথমিক শিক্ষার্থীদের মাসে ৫০০ টাকা উপবৃত্তির সুপারিশ

ডুয়া ডেস্ক: গণসাক্ষরতা অভিযান প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কমপক্ষে ৫০০ টাকা দেওয়ার সুপারিশ করেছে। আজ সোমবার (২৪ মার্চ) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

‘বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় শিক্ষা বাজেট: আমাদের প্রস্তাবনা’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী সূচনা বক্তব্য দেন এবং প্রাক-বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ এবং সিপিডির রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বক্তারা বলেন, "বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫০ টাকার কম উপবৃত্তি পাচ্ছে, যা মূলত কলম, পেন্সিল, রাবারসহ অন্যান্য শিক্ষা খরচে চলে যায়। এর ফলে শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না। তাই প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীকে ৫০০ টাকা এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে ৭০০ থেকে ১০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে।"

এ ছাড়াও তারা বলেন, "ড্রপ আউট বা ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার জন্য উপবৃত্তি চালু করা যেতে পারে। এমনকি বাল্যবিবাহে যেসব মেয়েরা পড়াশুনা ছেড়ে দিয়েছে, তাদের জন্যও উপবৃত্তির ব্যবস্থা করা যেতে পারে যাতে তারা আবার শিক্ষা জীবনে ফিরে আসতে পারে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে