ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: বাড়লো সূচক-লেনদেন

২০২৫ মার্চ ২৪ ১৪:৩০:৩১
শেয়ারবাজার: বাড়লো সূচক-লেনদেন

ডুয়া ডেস্ক : নেতিবাচক প্রবণতা থেকে ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। শেয়ারবাজারে আজ ছিল উত্থানমুখী একটি দিন। সূচক ও লেনদেন—দুই ক্ষেত্রেই দেখা গেছে ইতিবাচক প্রবণতা। বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজারে ফিরে এসেছে চাঙ্গাভাব।

বাজার বিশ্লেষকদের মতে, বাজারের আজকের পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে সূচক ও লেনদেনে এই উত্থান শেয়ারবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। আগের কর্মদিবসের তুলনায় লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) দেখা গেছে একই চিত্র। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উথ্থান হয়েছে ১৩ দশমিক ৫৩ পয়েন্ট। আগের কর্মদিবস রোববার প্রধান সূচক কমেছিল ১৮ দশমিক ৩৪ পয়েন্ট পয়েন্ট।

এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ দশমিক ২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১১ দশমিক ৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ২৮ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৯ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৯ দশমিক ১১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৩৮ দশমিক ১৫ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে