ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চাঁদের বয়স নিয়ে গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

২০২৪ ডিসেম্বর ২০ ১৮:০১:২৫
চাঁদের বয়স নিয়ে গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

ডুয়া নিউজ: সম্প্রতি বিজ্ঞানীরা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বয়স সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছেন। তাঁরা বিশ্বাস করছেন যে চাঁদটির বয়স আনুমানিক ৪৫১ কোটি বছর। যা পূর্বের ধারণা ৪৩৫ কোটি বছরের তুলনায় ১৬ কোটি বছরের মতো বেশি।

গবেষকরা যুক্তি দিয়েছেন যে চাঁদ তৈরি হয়েছে মঙ্গল গ্রহের আকারের একটি প্রাথমিক গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে। এই সংঘর্ষটি পৃথিবীর ইতিহাসের দানব আকৃতির একটি উল্লেখযোগ্য ঘটনা। চাঁদের পৃষ্ঠ থেকে সংগৃহীত পাথরের নমুনাগুলো বিশ্লেষণ করার মাধ্যমে বিজ্ঞানীরা এটি নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

নতুন গবেষণার নেতৃত্বদানকারী ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো। তার দলের অনুসন্ধানে উষ্ণ ও শীতল পর্যায়ের মধ্য দিয়ে চাঁদের পৃষ্ঠের পরিবর্তন সনাক্ত হয়েছে। এই পরিবর্তনের ফলে চাঁদের শিলা নমুনাগুলো অন্যতম প্রাচীন সময়ের হতে পারে, কারণ এগুলো পুনরায় গলে গিয়ে নতুন গঠন নিয়েছে।

বর্তমানে চাঁদের প্রতি বৈশ্বিক আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করছে, এবং মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেখানে মানুষের ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে, যা সম্ভবত মঙ্গল গ্রহে মানুষের যাত্রায় সহায়ক হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে