ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বিএনপি-জামায়াতের বিষয়ে জি এম কাদেরের বিস্ফোরক মন্তব্য

২০২৫ মার্চ ২৪ ১২:৪৫:২২
বিএনপি-জামায়াতের বিষয়ে জি এম কাদেরের বিস্ফোরক মন্তব্য

ডুয়া নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি.এম) কাদের বলেছেন, জাতীয় পার্টি সব দলের লোককে আশ্রয় দিয়েছে এবং তারা শান্তির রাজনীতি, সহযোগিতার রাজনীতি ও বন্ধুত্বের রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে না।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, “বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করেছি।”

তিনি উল্লেখ করেন, রংপুরের মানুষ শান্তিপ্রিয় এবং তারা বর্তমানে শান্তিতে আছে। তবে দেশের বিভিন্ন স্থানে অত্যাচার ও লুটপাটের ঘটনা ঘটছে এবং মানুষের বাড়িঘর দখল করা হচ্ছে।

দোয়া ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনায় ছিলেন মাসুদার রহমান মিলন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় পার্টির নেতা রুহুল আমিন লিটন, আনিছুর রহমান আনিস এবং ফারুক হোসেন মন্ডল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে