ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মাঠ থেকে সোজা হাসপাতালে তামিম

২০২৫ মার্চ ২৪ ১২:১২:১৬
মাঠ থেকে সোজা হাসপাতালে তামিম

ডুয়া ডেস্ক : সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহামেডান দলের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে নেওয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে টসেও অংশ নেন তিনি। কিন্তু খেলার মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তামিমের অসুস্থতার খবর বিসিবিতে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে