ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থাসহ ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

২০২৫ মার্চ ২৪ ১১:০৬:১৮
যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থাসহ ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ডুয়া ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। রোববার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। সাধারণত ঈদের সময় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছাড়ে, আর প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করে। এই বিশাল জনস্রোতের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

যান চলাচলে বিশেষ ডাইভারসন

২১ মার্চ থেকে ঢাকার বিভিন্ন সড়কে ডাইভারসন কার্যকর হয়েছে। এছাড়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখীকরণ এবং বিআরটি লেন দিয়ে শুধু বাহিরমুখী যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনাসমূহ:

১. ঢাকা-আশুলিয়া মহাসড়ক: আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটি শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার যানবাহনের জন্য নির্ধারিত থাকবে। ঢাকা প্রবেশের যানবাহনগুলো আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য এলাকায় প্রবেশ করবে।

২. ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: বিআরটি প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত লেন শুধু ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তার দিকে বাহিরমুখী যানবাহনের জন্য ব্যবহৃত হবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলো অন্যান্য লেন ব্যবহার করবে।

৩. বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ: ঈদের সময় যানজট কমাতে জরুরি প্রয়োজন ছাড়া নিম্নলিখিত সড়কগুলো পরিহার করতে বলা হয়েছে:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাহপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)

পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)

ঢাকা-আরিচা মহাসড়ক (শ্যামলী টু গাবতলী)

ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ)

নগরবাসীর সহযোগিতা কামনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকাগুলোতে যানজট এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সড়ক নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি জনগণের সহযোগিতা কামনা করছে, যাতে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় হয়।

ডিএমপি'র এই উদ্যোগ যাত্রীসাধারণের যাতায়াতকে নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে