ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজিতে ১৫ কোটি টাকা জরিমানা

২০২৫ মার্চ ২৩ ২৩:২৪:০৭
আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজিতে ১৫ কোটি টাকা জরিমানা

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে রাজস্ব আয়বিধি অনুযায়ী বিনিয়োগকারী গাজী রাভী হাফিজকে ১৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে ৯ মে পর্যন্ত সময়ে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ানোর জন্য যোগসাজশ করে কারসাজি করা হয়েছে। গাজী রাভী হাফিজ ৪টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে মুনাফা অর্জন করেছেন। বিএসইসির তদন্তে এই তথ্য প্রমাণিত হয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, গাজী রাভী হাফিজকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর বিভিন্ন ধারার অধীনে ১৫ কোটি টাকার জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৫০ লাখ টাকা সেকশন ১৭(ই)(৩) এবং ৭ কোটি ৫০ লাখ টাকা সেকশন ১৭(ই)(৫) এর লঙ্ঘনের জন্য নির্ধারণ করা হয়েছে।

গাজী রাভী হাফিজের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি তার ৪টি বিও হিসাব ব্যবহার করে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন করেন, যার ফলে কোম্পানির শেয়ারের মূল্য ৭৪.৫০ টাকা থেকে ১৩৬.১০ টাকায় বৃদ্ধি পায়। এই সময়ে শেয়ারের দাম ৬১.৬০ বা ৮২.৬৮ শতাংশ বেড়ে যায়।

এ খবরে গত কয়েক দিন যাবত আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দাম টানা পতনে রয়েছে। গত জানুয়ারি মাসের শেষদিকেও শেয়ারটির দাম ৯৬ টাকার ওপরে ছিল। টানা পতন হয়ে সর্বশেষ আজ রোববার ৫৩.৬০ টাকায় লেনদেন হয়েছে। এখানে গাজী রাভীর হাত রয়েছে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে