ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নি-হ-ত ১৬

২০২৫ মার্চ ২৩ ২১:২৭:০৬
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নি-হ-ত ১৬

ডুয়া ডেস্ক : দুই প্রতিবেশি দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ রবিবার (২৩ মার্চ) পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সংঘর্ষে ওই জঙ্গিরা নিহত হয়েছেন বলে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তে ২২ থেকে ২৩ মার্চের রাতে গুলি বিনিময় হয়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই জঙ্গিদের হত্যা করেছেন। ‘‘আমাদের সৈন্যরা কার্যকরভাবে জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন,’’ বিবৃতিতে বলেছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, “উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালায় সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে